দুর্গাপুরে নিরাপদে রয়েছেন সংখ্যালঘুরা ও তাদের মন্দিরগুলো

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরের সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন এবং পাশাপাশি তাদের মন্দিরগুলো নিরাপদে রয়েছে।

সম্প্রতি শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশব্যাপী ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও দুর্গাপুরের সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন ।

শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত উপজেলার কোনো মন্দিরে ভাঙচুর হয়নি বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল ।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। যাতে দলীয় নেতাকর্মীদের দ্বারা কোনো মানুষ নির্যাতিত না হয়।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সজাগ থাকতে হবে, কোনো ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘরে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও কোনো মন্দিরে যাতে কেউ অগ্নিসংযোগসহ কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে।

তিনি উপজেলার সব মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার।