দুর্গাপুরে পাহারাদারকে খুন করে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় একটি ফার্মের পাহারাদারকে হত্যার পর গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ৬ মার্চ ভোর ৭টা ৩০ মিনিটের মধ্যে দুর্গাপুর থানাধীন “হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম” থেকে ৭টি গরু ডাকাতি করা হয়। ডাকাতরা ফার্মের পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বজন মো. জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।
মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ মার্চ তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় গাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫) এবং মো. ইউনুস আলী (৪৫)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন ২০-৩৩৯৩ নম্বরের একটি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরি, রেঞ্চসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।