দুর্গাপুরে প্রতিবন্ধীদের মাঝে মোমবাতি চানাচুর ও সাবান তৈরী বিষয়ক ফলোআপ প্রশিক্ষণ
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে মোমবাতি চানাচুর ও সাবান তৈরী বিষয়ক দক্ষতা উন্নয়ন ফলোআপ প্রশিক্ষণ হয়েছে।
সোমবার বিকেলে কারিতাস অফিস চত্বরে দুর্গাপুর ও কুল্লাগড়া ইউনিয়নের ১০ জন প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এ ফলোআপ প্রশিক্ষণ হয়। এর আগে কারিতাস হলরুমে ৮ দিনব্যাপী দুই ইউনিয়নের ১০ জন্য সদস্যদের মাঝে মোমবাতি, চানাচুর ও সাবান তৈরীর উপর প্রশিক্ষণ দেয়া হয়।
ফলোআপ প্রশিক্ষণে তারা তাদের তৈরি করা মোমবাতি, চানাচুর ও সাবান অতিথিদের সামনে প্রদর্শন করেন।
ফলোআপ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে মোমবাতি, চানাচুর ও সাবান তৈরীর উপকরন বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার। এ সময় দুই প্রশিক্ষণার্থীকে দোকান করার জন্যও আর্থিক অনুদান দেয়া হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রাজেশ গৌড়, হালুয়াঘাট টেকনিক্যাল স্কুলের শিক্ষিকা হাসিনা, কারিতাসের মাঠ কর্মকর্তা ছবি ম্রং, প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু।
প্রশিক্ষণার্থীরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ববিতা মানখিন, প্রেজিনা রাংসা, নুরুল আমীন, আলেয়া ও ফাতেমা। কুল্লাগড়া ইউনিয়নের বিলকিস আরা, রাবেয়া, শিল্লী চাম্বুগং, সেফলা আরেং ও শেফালী রিছিল।
অতিথিবৃন্দরা কারিতাসকে ধন্যবাদ জানান প্রতিবন্ধীদের জন্য এমন উদ্যেগ নেওয়ার জন্য। প্রশিক্ষণ ও উপকরন থেকে প্রশিক্ষণার্থীরা কারিতাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।