দুর্গাপুরে প্রথমবারের মতো এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এ প্রথম হক এন্ড সন্স নামে এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কৃষ্ণেচর এলাকায় ফিতা কেটে এ এলজিপি ফিলিং স্টেশনের উদ্বোধন করেন প্রতিষ্ঠান মালিক ফয়জুল আহমেদের মাতা কাজী ফরিদা আক্তার। পরে কেক কাটা ও দোয়া মাহফিল হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ভূঞাঁ শিপার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ফায়ার স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠান মালিকের পিতা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মোহাম্মদ আব্দুল হক, ইউপি সদস্য শাহীন, কাজী আব্দুল্লাহ আল মাসুদ, তানভীর আহমেদ রাজীব, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিএনজির ড্রাইভারগন ।

এ সময় অতিথিগন বলেন, পরিবেশ বান্ধব এই এলপিজি গ্যাস বায়ু দুষনরোধে সহায়ক হবে। এই স্টেশনটি এ দুর্গাপুরে প্রথম, এর দ্বারা কিছু মানুষের কর্মসংস্থান হবে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আসবে। এখন দুর্গাপুর এলাকার জনসাধারণকে এলপিজি গ্যাস নিতে ময়মনসিংহে যেতে হবে না। প্রথমবারের মত এমন উদ্যোগ নেওয়ায় জন্য অতিথিরা ফয়জুল আহমেহকে ধন্যবাদ জানান ও তাঁর ব্যবসার সফলতা কামনা করেন।

হক এন্ড সন্স এলপিজি ফিলিং স্টেশনের মালিক ফয়জুল আহমেদ তাঁর ব্যবসা পরিচালনার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এছাড়াও এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের মাঝে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ড ঘটলে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় মহড়ার মাধ্যমে সে কৌশল প্রদর্শন করেন।