রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে কারিতাস এস ডি ডি বি প্রকল্পের আয়োজনে প্রবীণ ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী ভাই বোনদের জীবনমান উন্নয়নে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ আলোচনা সভা হয়। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও স্কুলব্যাগ বিতরণ করা হয়।
আলোচনা সভায় দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন,প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,সাধারন সম্পাদক জামাল তালুকদার, রুশার নির্বাহী পরিচালক এম এন আলম, ভেটেরিনারি চিকিৎসক সিদ্দিকুর রহমান, সমাজসেবা অফিসের প্রতিনিধি বাবুল মিয়া, ইউপি সদস্য কিতাব আলী প্রমুখ।
বক্তারা উপজেলার প্রবীণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষে আলোচনা করেন। তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সকল রকমের সহযোগীতা করবেন বলে জানান।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত