দুর্গাপুরে প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় আলোচনা সভা

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে  কারিতাস এস ডি ডি বি প্রকল্পের আয়োজনে বিরিশিরি কারিতাস অফিস চত্বরে এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পিও জেন্ডার রোজিনা রংমা, কারিতাস উপজেলা ইনচার্জ ছবি ম্রং, ডিসি কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই।

প্রধান অতিথি সমাজসেবা অফিসার মাসুল তালুকদার ক্লাব রেজিষ্ট্রিকরণ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতায় আশ্বাস দেন। এছাড়াও তিনি  প্রবীণ প্রতিবন্ধী ব্যক্তিদের সকল রকম সুযোগ সুবিধার আশ্বাস দেন ও কারিতাসকে ধন্যবাদ জানান এমন উদ্যেগ নেওয়ার জন্য।

সভায় কুল্লাগড়া ও দুর্গাপুর ইউনিয়নের ক্লাব লিডার, নারী প্রতিবন্ধী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।