দুর্গাপুরে বড়দিন উপলক্ষে বিরিশিরি খ্রিস্টমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি যুব সদস্যদের আয়োজনে বড়দিন উপলক্ষে বিরিশিরি খ্রিস্টমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ওয়াইএমসিএ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র, কনসার্ট, ও সংকীর্তন হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, ঢাকা জজকোর্টের আইনজীবী সোহেল খান,ফাদার পাওয়েল কোচিওলেক,
সংগঠনের উপদেষ্টা রুমন রাংসা, সজীব রেমা, নিষ্ঠা জাম্বিলসহ আরো অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক পিংকু রেমা ও সঞ্চালনা করেন কৃপাঞ্জলি মান্দা ও বর্ষণ রেমা।

অতিথিরা সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান। সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ বার্তা বয়ে আসবে বড়দিনে এটাই প্রত্যাশা করেন বক্তারা।

দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুর সেনাক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিন রওশন। সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের কৃষ্টি তুলে ধরে শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। শেষে কনসার্ট পরিবেশন করে স্কাল ব্যান্ড, ওয়ারেস ব্যান্ড ও নাইনটিস ব্যান্ড,।

অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন
সংগঠন সহ আহ্বায়ক ব্রুসলি রিছিল, যুগ্ম আহ্বায়ক তীত চিরিং সাংমা, সানি রাংসা, অক্ষয় হাগিদক, উৎস রেমা।

আয়োজকরা জানান, বড়দিনের আমাদের অনেক অদি কৃষ্টি কালচার হারিয়ে যাচ্ছে । সেগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের এই আয়োজন।