রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে মুস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষক।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারমারি লক্ষিপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে। তিনি নেত্রকোনার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে। নিহত মুস্তাফিজুর সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,সকালে বাড়ির পাশে ডোবায় মাছ ধরার জন্য নামেন মোস্তাফিজুর। এ সময় ডোবার পানি সেচার জন্য ছোট্ট একটি মটর বসান। পরে এই মটরের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান,বৈদ্যুতিক মটর সংযোগ দিতে গিয়ে মোস্তাফিজুর বিদ্যুৎপৃষ্ট হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত