দুর্গাপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন ।
বুধবার দুপুরে অমর একুশের বই মেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার, কবি মাহমুদুল হাসান শাওন সহ আরো অনেকে।
এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় শতাধিক লোকজনের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়৷ একজন থ্যালাসেমিয়া রোগীকে সংগঠনের একজন সদস্য রক্তদান করেন।
এ ছাড়াও ৫ বছর যাবত আমাদের সংগঠনের পক্ষ থেকে জরুরি মুহূর্তে গরিব, অসহায় গর্ভবতী মায়ের অস্ত্রোপচারসহ মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান করে আসছি।
অতিথিরা এ রকম একটি মহৎ কাজের জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান এবং পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।