দুর্গাপুরে বিভিন্ন দাবীতে সিপিবির গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচী

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

রাজেশ গৌড়ঃ
কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী নেত্রকোণার দুর্গাপুরে গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচী করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার বিকেলে উপজেলা সিপিবির আয়োজনে
পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার,উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের সভাপতি নুরে আলম খান।

কর্মসূচীতে বক্তারা বলেন,দ্রব্যমুল্যের উর্ধ্বগতির যাতাকলে মানুষ আজ দিশেহারা। জান-মালের কোন নিরাপত্তা নাই৷ সারাদেশে চলছে চাঁদাবাজি ও দখলদারিত্ব। নতুন ভ্যাট বসিয়ে সরকারী চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা বাড়িয়ে পুরানো কায়দায় আমলাদের সন্তষ্টি করা হচ্ছে। এজন্য ছাত্র-জনতা জীবন দিয়ে গণ অভূত্থান করেনি। দেশের মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়িত হচ্ছে না। অনতিবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ সকল বিষয় দ্রুত সমাধান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি শেষে একটি প্রতিবাদ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।