দুর্গাপুরে বিভিন্ন রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
চেক বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, ইউপি সদস্য আব্দুল কদ্দুস, আওয়ামী লীগ নেতা বিভাস সরকার, মোবারক হোসেন, আব্দুল করিম, আমিনুল হক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।
উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৭ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৮ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
ক্যান্সার রোগী উপজেলার দূর্গাশ্রম গ্রামের মুহাম্মদ আলী বলেন, সরকারি এ অনুদান পেয়ে আমার চিকিৎসায় সহযোগিতা হবে। বাকলজোড়া গ্রামের জুবেদা খাতুন বলেন, আমি ক্যান্সার রোগে আক্রান্ত। চিকিৎসায় অনেক অর্থ ব্যয় হয়েছে। সরকারি এ অনুদান আমার চিকিৎসায় সহযোগিতা হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশতাক আহমেদ রুহী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আমাদের প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে এই চেক পাচ্ছেন, যেন তারা নিজেদের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেন এবং একজন সুস্থ্য ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন।