রাজেশ গৌড়:
নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো ৪নং বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান। রবিবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই আয়োজনে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান।
আরো বক্তব্যে রাখেন, বিরিশিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন খান, বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল হক ফকির, সদস্য আবুল বাশার, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব সম্রাট গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিদ্যুৎ সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং সদস্য হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালেক,সদস্য সচিব সুলতান মাহমুদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক দলের এই আয়োজনে আলোচকরা দলীয় কার্যক্রম আরো বেগবান করার জন্য নেতাকর্মীদের সর্বাত্মক আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল দলের সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বেচ্ছাসেবক দলের এমন আয়োজনে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী দিনগুলোতে দলকে এগিয়ে নিতে তারা সোচ্চার ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেছেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত