দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত
রাজেশ গৌড়ঃ
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে বৃটিশ বিরোধী বিপ্লবী, টঙ্ক আন্দোলনের অন্যতম নারীসংগঠক, কেন্দ্রীয় কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষাণ-কৃষাণী ও স্থানীয় সুশীলসমাজের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় বিপ্লবী নেত্রীর জীবন ও কর্ম নিয়ে প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা করেন , সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, কমরেড মনি সিংহ ও অনিমা সিংহের একমাত্র সন্তান ডাঃ দিবালোক সিংহ।
অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মোঃ আজিম উদ্দিন, আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং, নারী নেত্রী তাসলিমা বেগম, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুর আলম খান প্রমুখ।