দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালন
রাজেশ গৌড়:
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে বৃটিশ বিরোধী বিপ্লবী, টঙ্ক আন্দোলনের অন্যতম নারীসংগঠক, কেন্দ্রীয় কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৯৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার দুপুরে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষাণ-কৃষাণী ও স্থানীয় সুশীলসমাজের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, বিপ্লবী নেত্রীর জীবন ও কর্ম নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, কমরেড মনিসিংহ ও অনিমাসিংহের একমাত্র সন্তান ডাঃ দিবালোক সিংহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, উদীচী সভাপতি শামছুল আলম খান, ক্ষেতমজুর সমিতির সভাপতি মোঃ আজিম উদ্দিন, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, যুবইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম খাঁন প্রমুখ।
কমরেড অনিমা সিংহ সক্রিয় ছাত্র রাজনীতিতে নিযুক্ত থাকার মধ্য দিয়ে মার্কসবাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন এবং শ্রমজীবি কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে সামিল করার লক্ষ্যে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং তার সংকল্প ও দৃঢ় কর্মকান্ডের মধ্য দিয়ে পার্টির সদস্যপদ লাভ করেন। কৃষকদের প্রতি তার সুগভীর মমতাবোধ থেকে তখন তিনি কৃষক আন্দোলনের সাথে যুক্ত হওয়ার জন্য তিনি গ্রামে গ্রামে গিয়ে কৃষক পরিবারে সাথে সখ্যতা গড়ে তুলে অধিকার আদায়ের রাজনীতিতে সম্পৃক্ত হন।
এই মহান নেত্রীর জীবনী পড়তে ও জানতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আহবান জানানো হয়।