রাজেশ গৌড়ঃ
নেত্রকোণার দুর্গাপুরে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে আবির হাসান(২০) নামের এক তরুণ নিখোঁজ হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে ওই তরুণ নিখোঁজ হন। দুপুর আড়াইটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আবির হাসান গাজিপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজিপুর থেকে গতকাল শনিবার দুর্গাপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল আবির। পরে আজ রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। তাৎক্ষণিক স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত