দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোর ধাক্কায় এক শিশু নিহত

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

রাজেশ গৌড়:
নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোর ধাক্কায় নুসরাত (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) সকালে উপজেলার সানারকান্দা গ্রামের চৌরাস্তা-শিবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আনজুয়ারা নামের বারো বছর বয়সী আরো এক শিশু আহত হয়েছে। নিহত নুসরাত ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকালে শিশু নুসরাতকে কোলে নিয়ে বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল শিশু আনজুয়ারা (সম্পর্কে ফুফু)। এক পর্যায়ে একটি অটোর সামনে হঠাৎ দৌড় দিলে অটোটি তাদের ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হয় শিশু নুসরাত ও তার ফুফু আনজুয়ারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু নুসরাতকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান,নিহত শিশুটিকে কোলে নিয়ে রাস্তা পার হওয়া শিশুটি মানসিক ভারসাম্যহীন।

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।