
বিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ভাঙ্গারী দোকানে এক বিস্ফোরনের ঘটনায় একজন নিহত হওয়ার রহস্য উদঘাটন করা হয়েছে। মর্টারসেল বিস্ফোরনে এইঘটনা ঘটেেছ বলে জানান এন্টিট্যারোরিজম ইউনিট। এ ঘটনায় মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে তবে কোথা থেকে এবংকিভাবে ভাঙ্গারীর দোকানে এটা আসলো তা এখনও বলা যাচ্ছেনা। সোমবারসন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান, এন্টিট্যারোরিজম ইউনিট এর পুলিশ পরির্দশক (নিরস্ত্র) আজিজুল হকমিয়া, নেত্রকোনা পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, অফিসার ইনচার্জ শাহ্ নুর এ আলম, র্যাব – ১৪ এর টিম সহএন্টিট্যারোরিজম ইউনিট ও পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞরা বলেছেন বস্তুটি মর্টারশেল ও অনেক পুরাতন। নিহত সবুজ মিয়া,কাঞ্চন মিয়া ও তার আহত ছেলে নাহিদ লোভ বা কৌতুহলে কেন্দ্রীভূত হয়েমূলত বস্তুটি খুলতে গিয়েছিল ।
রোববার রাতে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ বাজারে একভাঙ্গারীর দোকানে মর্টারসেল বিস্ফোরনে একজন নিহত ও একজন আহত হয়। এ ব্যাপারে দোকান মালিক মো, কাঞ্চন মিয়া (৪০) কে গোপন সংবাদেরভিত্তিত্তে ঝাঞ্জাইল বাজার এলাকা থেকে আটক করা হয়েছে