রাজেশ গৌড়ঃ
আগামী ১৫ মার্চ-২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভার:) ডাঃ তানজিরুল ইসলাম রায়হান এর সভাপতিত্বে, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সুব্রত চক্রবর্ত্তী এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তিলোত্তমা ম্রং, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, দুর্গাপুর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান সহ ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি, প্রধান শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ বিষয়ে গুরুত্বপুর্ন মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুকে নিয়ম মেনে সঠিক সময়ে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর গুণগতমান অন্যান্য ভিটামিন এর চেয়ে বেশি থাকায় বাচ্চাদের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এতে কোন পার্শপ্রতিক্রিয়া নেই। তাই এটি গ্রহণের ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। দুর্গাপুর উপজেলায় এবার ৬-১১ মাস বয়সী ৩ হাজার ছয়শত এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৬০ হাজার পাঁচশত শিশুকে এ টিকা খাওয়ানো হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত