রাজেশ গৌড়:
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিরিশিরি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল হেকিম চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
শুক্রবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল খেলার মাঠে এই খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার।
উদ্বোধনী খেলায় বিরিশিরি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তারা মিয়া, আব্দুল রউফ, সাবেক ছাত্রদল নেতা এইচ আর হাবিব, বিরিশিরি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব আব্দুর রশিদ, বিরিশিরি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর জামাল, সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, বিরিশিরি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন, বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস খালেক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাহেদ মিয়া, শহীদ সেকুলের বড় ভাই খায়রুল ইসলাম ফকির।
খেলার আয়োজকরা হলেন ইমরান আল হাসান, ইউসুফ কবির, শামীম আহম্মেদ, আপন সরকার, দ্বীন ইসলাম, ইব্রাহিম হাসান, শাহিন আহম্মদ ও সাগর আহম্মদ।
উদ্বোধনী খেলায় কাপাসকাটিয়া একাদশ ১-০ গোলে পরাজিত করে কানিয়াইল একাদশকে। খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করেন। উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত