দুর্গাপুরে মা ও শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ ক্যাম্প উদ্বোধন করেন ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার৷ অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম, কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার দিলিপ কুমার ঘোষ, স্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জীবন, রুহুল আমীন সহ আরো অনেকে।
চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডাঃ জয়ন্তী রানী ধর। এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।বিনামূল্যে সেবা ও ঔষধ পত্র পেয়ে ডিএসকে সংস্থাকে ধন্যবাদ জানান সকল রোগীরা।