দুর্গাপুরে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন এসবি রক্তদান ফাউন্ডেশন
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সুসং সরকারী মহাবিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিভা কোচিং হোম একাদশ বনাম এসবি রক্তদান ফাউন্ডেশন একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিভা কোচিং হোম একাদশ আগে ব্যাট করে ৮ ওভারে ৮১ রান করে জবাবে এসবি রক্তদান ফাউন্ডেশন একাদশ ৮২ রান করে ৮ উইকেটে বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়।
পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র, ফায়ার ফাইটার আরিফ,হৃদয় প্রমুখ।
যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এ খেলার আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা।