রাজেশ গৌড়ঃ
নেত্রকোণার দুর্গাপুরে লরির চাকার নিচে চাপা পড়ে মেহেদী হাসান শাকিল(২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে৷ বুধবার সন্ধ্যায় পৌর শহরের কাচারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিন খলিফার ছেলে।মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সে পড়াশুনা করতো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষার্থী মেহেদী হাসান শাকিল বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে দুর্গাপুর থেকে বাড়ি ফিরছিলেন।
পথে পৌর শহরে কাচারী মোড় এলাকায় ব্যাটারি চালিত অটো গাড়ির সাথে ধাক্কা লেগে চলন্ত বালুবাহী লরির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন শিক্ষার্থী মেহেদী হাসান শাকিল। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান,লরিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যকম প্রক্রিয়াধীন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত