দুর্গাপুরে লরির সামনের ইঞ্জিন উল্টে চালকের মৃত্যু

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই লরি উল্টে গিয়ে চাপা পড়ে এনামুল হক (৩২) নামের এক চালক নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় সোমেশ্বরী নদীর একনম্বর বালু মহালের সদর ইউনিয়নের ফারুংপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা এলাকার আব্দুল কাদিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,সোমেশ্বরী নদীর একনম্বর বালু মহাল থেকে বালুবোঝাই করে লরিটি চালিয়ে ড্রাইভেশন দিয়ে উঠছিলেন এনামুল। হঠাৎ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ইঞ্জিন উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে উপস্থিত লোকজন লরির চাপা থেকে তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।