দুর্গাপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

রাজেশ গৌড়
নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি ) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ সেমিনার ও প্রদর্শনী হয়। বাস্তবায়নে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো. আজিজুল হক।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সাইন্টিফিক অফিসার রিপাজ উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিসিএসআইআর এর প্রতিনিধিবৃন্ধ প্রজেক্টরের মাধ্যমে পর্দায় তাদের কার্যক্রম ও প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা করেন। এসময় এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণসহ নানা বিষয়ে অজানা তথ্য জানানো হয়।

আলোচনা শেষে, অতিথিগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।