দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানব কল্যাণ স্বাস্থ্য কেন্দ্র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি বুধবার সকালে পৌরসভার উকিলপাড়ার রমজান মেডিকেল হলে ফিতা কেটে উদ্বোধন করেন মানব কল্যান স্বাস্থ্য কেন্দ্রের উপদেষ্টা রফিকুল ইসলাম।দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্পে নাক, কান,গলা ও মেডিসিন সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।চিকিৎসা সেবা প্রদান করেন ডা.জুবায়ের।
এসময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাংবাদিক আরিফুর রহমান পাপন,শহীদ সন্তোশ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা, প্রগতি বাংলা মিডিয়ার নির্বাহী সম্পাদক নূর আলম সহ আরো অনেকেই।