দুর্গাপুরে শীতার্ত মানুষের পাশে আস সুন্নাহ ফাউন্ডেশন ফাউন্ডেশন

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পাহাড়ের পাদদেশ বিজয়পুর এলাকায় আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অত্র উপজেলায় দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিন কাটায়। এমন পরিস্থিতিতে আস সুন্নাহ ফাউন্ডেশন মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। ২৩ ডিসেম্বর সোমবার সংগঠনটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় ১২০টি দরিদ্র ও অসহায় পরিবারকে শীতবস্ত্র প্রদান করেছে।

আস সুন্নাহ ফাউন্ডেশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মাসউদুর রহমান ফকির বলেন, “মানবিক কাজ আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য।”

প্রতিটি প্যাকেজে একটি কম্বল, একটি শাল, ও একটি শীতের টুপি রয়েছে।

তিনি আরো বলেন “শীতের কষ্টে যারা দিন পার করছে, তাদের সহায়তায় আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্বের অংশ।

আমরা আশাবাদী, এবার যারা এই আয়োজন সফল করতে অনুদান দিয়েছেন তারা ভবিষ্যতেও এভাবে আস সুন্নাহ ফাউন্ডেশনের পাশে থাকবেন।
আর এই সহায়তা শীতার্ত মানুষের জীবনে কিছুটা স্বস্তি আনবে। সামনেও আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখব।”

আস সুন্নাহ ফাউন্ডেশনের এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন- মাওলানা রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, আবদুল্লাহ আল মাসুম, মুফতি নূরে আলম, মুফতি জামাল উদ্দিন খান কারিমী, মাওলানা মুসলিম উদ্দিন, মোশাররফ হোসেন সহ আরো অনেকে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, “এ ধরনের উদ্যোগ কেবল শীতার্ত মানুষের কষ্ট লাঘবই করে না, বরং মানবিকতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করে।” শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় সচেতন নাগরিক ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের জীবনে সামান্য হলেও স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।