দুর্গাপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা 

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচাঁন এর আহবানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে পৌর শহরের উকিল পাড়া এলাকার এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রনজিত সেন এর সভাপতিত্বে মূল আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচাঁন, প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. মানেশ চন্দ্র সাহা,বিশেষ অতিথি হিসেবে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল,দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবিশ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার,বনিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা বাপ্পি,চন্ডিগড় অনাথালয়ের সভাপতি সুবল চন্দ্র দে প্রমুখ।

উক্ত আলোচনা সভায় মূল আলোচক আলহাজ্ব ইমাম হাসান আবুচাঁন দুর্গাপুর উপজেলার সকল সংখ্যালঘুদের নিরাপদে জীবনযাপন ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অনুরোধ জানান। উল্লেখ্য, দুর্গাপুর উপজেলার কোন সনাতন ধর্মাবলম্বীদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।