দুর্গাপুরে সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধে পৌর স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
রাজেশ গৌড়ঃ
সন্ত্রাস, চাঁদাবাজিসহ অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে নেত্রকোণার দুর্গাপুরে লিফলেট বিতরণ করেছে পৌর স্বেচ্ছাসেবক দল।
শনিবার দুপুরে পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান সহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন শাওন, সদস্য সচিব সোহেল আকাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম খান,যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, দুর্গাপুর পৌর ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: বুলবুল, পৌর ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য আল আমিন সহ দলের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, আমাদের নেতা ব্যারিস্টার কায়সাল কামাল এর নির্দেশে আজ দুর্গাপুর পৌর শহরে সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধে লিফলেট বিতরণ করেছি পাশাপাশি জনগনকে সচেতন করেছি। দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী, কার্যকলাপ করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।