দুর্গাপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) স্থানীয় সাংবাদিক, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান হিসেবে তার প্রার্থীতা ঘোষনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা সদরের যুবলীগ‘র আহবায়ক সাব্বির খান প্রিন্স, যুবলীগ নেতা আহাম্মদ মড়ল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের করব জিয়ারত করে পৌরশহরের বিভিন্ন এলাকার সুধিজনের সাথে প্রার্থীতা নিয়ে কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি বলেন, আমার মামা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার নেত্রকোনা-১ আসন থেকে তিন তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমার চাচা সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি দীর্ঘদিন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমার দুই চাচা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমার পরিবার এই উপজেলা চিহ্নিত আওয়ামী পরিবার। আমি ভাইচ-চেয়ারম্যান থাকাকালীন আমার নামে বরাদ্দ সরকারি বেতন-ভাতা সবই সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি যা আপনারা সবই জানেন। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে সকল কাজ করে যাবো ইনশাহ্আল্লাহ্।