দুর্গাপুরে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪

রাজেশ গৌড়:
বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী স্বৈরাচারের পতনের পর একটি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে  বিক্ষোভ মিছিল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

তিনি বলেন, বৈষম্য বিরোধী কোটা সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী স্বৈরাচারের পতন হয়েছে,  এখন একটি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এসময় তিনি শোষিত, বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ে লাল পতাকার সংগ্রামকে অগ্রসর করতে সকলের প্রতি আহ্বান জানান ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামসুল আলম খান,পার্বতী রিছীল,উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনীকান্ত হাজং, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজীম উদ্দিন,উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম,ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান প্রমুখ।