দুর্গাপুরে সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান।

বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এ স্বাস্থ্য ক্যাম্প হয়৷

পরে এক আলোচনা সভায় সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকারের সভাপতিত্বে ও সমাজ উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, নারী ইউপি সদস্য সায়িদা আক্তার, ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম, স্বাস্থ্য কর্মকর্তা রুহল আমিন, ফেরদৌস ওয়াহিদ জীবন প্রমুখ।

চিকিৎসা সেবা প্রদান করেন নাক কান গলা বিশেষজ্ঞ ডা. লতিফুল আলম খান। অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত ২০০ রোগী এ সেবা গ্রহন করে এবং তাদেরকে প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়।

সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার বলেন, নাক কান গলা এসব চিকিৎসায় যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। আধুনিক সুযোগ-সুবিধা সহ সরাসরি সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিতে দুর্গাপুর ইউনিয়নে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।