দুর্গাপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে ২১ জন হতদিরদ্র মহিলা সদস্যদের মাঝে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকার সংস্থার প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক ও কারিগরী সহায়তায় দুঃস্থ মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান কর্মসূচী’র আওতায় ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (আইইডিএস) এর উদ্যোগে এ প্রশিক্ষণ হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইইডিএস এর নির্বাহী পরিচালক শামীম কবীর এর সঞ্চলনায় ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার পারভেজ হাসান,আইইডিএস এর চেয়ারম্যান মতিলাল হাজং ও সংস্থার কর্মকর্তাগন।
তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে প্রশিক্ষণার্থীদের মাঝে।