দুর্গাপুরে ১০৬ বোতল ভারতীয় মদসহ ট্রাক জব্দ
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে ১০৬ বোতল ভারতীয় মদসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। তবে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঝিগাতলা বাজার নামক এলাকা থেকে এইসব জব্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা হইতে চোরাচালানের মাধ্যমে একটি ড্রাম ট্রাকে করে ভারতীয় মদ পাচারের সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঝিগাতলা বাজারের পশ্চিম পাশ এলাকা হতে একটি ড্রাম ট্রাকের ভিতর থেকে ১০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়।
এ-সময় পাচারের কাজে ব্যবহারকৃত ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক,হেলপার এবং অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।