দুর্গাপুরে ৩ দিনে ৪ জনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪
প্রতিকী ছবি

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলায় দিন দিন বাড়ছে অপমৃত্যুর ঘটনা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বায়রাউড়া গ্রাম থেকে মনজুল মিয়া (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে (চলতি মাস) গত ১৮ নভেম্বর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কুরুনীয়া গ্রামে অনামিকা সরকার (২১), ১৯ নভেম্বর সদর ইউনিয়নের বারমারী গ্রামে আব্দুল বারেক (৬০) একই দিনে চন্ডিগড় ইউনিয়নের কেরণখলা গ্রাম থেকে বৃষ্টি আক্তার (২৩) নামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করলেও বাকি তিনজনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাপের বাড়িতে না যেতে পেরে স্বামীর উপর অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মাহত্যা করেছে গৃহবধূ অনামিকা সরকার (২১)। মধ্যে বয়সী আব্দুল বারেক (৫৫) দীর্ঘদিন যাবত মানসিক সমস্যা জনিত অসুস্থ ভুগছিলেন। কিন্তু গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বিষপান করে বাড়ির উঠানে বমি করতে থাকে ও অস্বাভাবিক আচরণ শুরু করে।

এ সময় আশেপাশের লোকজন এসে বিষয়টি আচঁ করতে পেরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। একই দিনের ঘটনা গৃহবধূ বৃষ্টি আক্তার (২৫) পারিবারিক কলহের জের ধরে রাতে নিজ বসত ঘরে বিষপান করে। তারপর ছটফট শুরু করলে বাড়ির লোকজন তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয়। গৃহবধূ বৃষ্টি আক্তার দুই সন্তানের জননী ছিল ।

এদিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বায়রাউড়া গ্রামের মনজুল মিয়া (৫২) দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা জনিত রোগে ভুগছিলেন। ময়মনসিংহসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও রোগ মুক্তি পাননি এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকলের ধান ক্ষেতের পাশে একটি গাছে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন,আজকের ঘটনার ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে চারটি মৃত্যুই থানায় অপমৃত্যু হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।