দুর্গাপুর উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাজমুল সায়াদাৎ বাবুল (৫৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে শুক্রবার রাত আড়াইটার দিকে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাযার নামাজ বাদ আছর পৌরশহরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় পরে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়

তাঁর মৃত্যুতে স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নেতা রেমন্ড আরেং, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার,সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর সাংবাদিক সমিতি, বনিক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।