দুর্গাপুর উপজেলা যুবলীগের সদস্য নবায়ন ও ফরম সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

রাজেশ গৌড়ঃ
নেত্রকোনা দুর্গাপুর উপজেলা যুবলীগের প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জির সঞ্চালনায় যুবলীগের প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহের কার্যক্রমে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবলীগের অন্যতম সদস্য সিদ্বার্থ শংকর পাল। এ সময় দূর্গাপুর উপজলা যুবলীগ ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা জেলা যুবলীগের অন্যতম সদস্য সিদ্বার্থ শংকর পাল বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশকে আরও গতিশীল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

এ জন্য আওয়ামী যুবলীগকে আরও শক্তি শালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ দেশব্যাপী বিরোধী দলের ষড়যন্ত্রকে প্রতিহতসহ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে জোরালোভাবে কাজ করতে হবে।