দুর্গাপুর এসএসসি ২০০৩ ব্যাচের পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০০৩ ব্যাচ এর পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুর্গাপুর সদর ইউনিয়ন এর মেনকিফান্দার কোনাফান্দায় দিনব্যাপি নানা আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। সারাদিনের কর্মসূচিতে ছিল সকালে খিচুড়ি খেয়ে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা, খেলাধুলা, পুরোনো স্মৃতি নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, গান, নাচ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তিতে দুপুরের খাবারের পর পুরস্কার বিতরণ এবং দিনব্যাপি কর্মযজ্ঞের সমাপনি।
অনুষ্ঠান পরিচালনা করেন, হাবিবুল্লাহ বেলালী, ইমরান তালুকদার, মিঠুন দত্ত, মোরশেদ আলম, রাফাত জামান রানা, নয়ন সাহা, বাবুল, মানিক সাহা, আসাদুজ্জামান আসাদ, ইমন, পারভেজ, সহ আরো অনেকেই।
সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, চন্ডিগড় উচ্চ বিদ্যালয়, বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় সহ দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এসএসসি ব্যাচ ২০০৩ এর বন্ধুগনের অংশগ্রহণে সুন্দর ভাবে শেষ হয়েছে দিনব্যাপি এ অনুষ্ঠান।