রাজেশ গৌড়ঃ
নেত্রকোণা দুর্গাপুরে পৌরসভা উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাওলানা আব্দুস ছালাম ৬ হাজার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৫৭ ভোট।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে ভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস ছালামকে বিজয়ী ঘোষণা করা হয়। এদিন সকাল সাড়ে ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রের ৭৬টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
এই নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীক নিয়ে মাওলানা আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীক নিয়ে আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘নারিকেল গাছ’ প্রতীকে শুভেন্দু সরকার।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার মোট ভোটার ২০ হাজার ৭৮১ জন, এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৬ জন এবং নারী ভোটার ১০ হাজার ৭১৫ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত ফলাফল শিটে দেখা গেছে, নির্বাচনে মোট বৈধ ভোট গৃহীত হয়েছে ১০ হাজার ১৯১টি। কোন ভোট বাতিল হয়নি। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীক নিয়ে মাওলানা আব্দুস ছালাম পেয়েছেন ৬ হাজার ২৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘নারিকেল গাছ’ প্রতীকে শুভেন্দু সরকার পেয়েছেন ২ হাজার ৭৫৭ ভোট ও
ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীক নিয়ে আব্দুল মান্নান পেয়েছেন এক হাজার ১৪২ ভোট।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]