
রাজেশ গৌড়ঃ
নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
শুক্রবার (২ডিসেম্বর) নেত্রকোনা জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ মাসের জন্য দুর্গাপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের কমিটিতে তৌফিকুল আলম শিমুল কে আহ্বায়ক ও ইলিয়াস তালুকদার সৌরভ, ফারাজ আহম্মেদ পল্লব, আশিকুর রহমান, সাদ ইবনে আলম ও উমর ফারুক কে যুগ্ন আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।
দুর্গাপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কমিটির নেতৃবৃন্দরা।