রাজেশ গৌড়ঃ
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হয়েছে এ কমিটি। কমিটিতে সদ্য বিদায়ী সিনিয়র সহ সভাপতি মামুন রণবীরকে আহ্বায়ক, সদ্য বিদায়ী যুগ্ম সাধরণ সম্পাদক মোরশেদ আলমকে সদস্য সচিব ও শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক ডা. মাওলানা আলী উসমানকে সদস্য মনোনীত করা হয়।
এ বৈঠকে সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি কবি সজীম শাইন ও সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক কলি হাসান তালুকদার ওয়ালী।
এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সহ সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার , নুরুল হুদা উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক রাজেশ গৌড়, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, দপ্তর সম্পাদক নূর আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পলাশ সাহা,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনানুর রহমান,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. সাইফুল্লাহ মাসুদ এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হৃদয় হাসান চৌধুরী।
নবগঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৬০ দিনের মধ্যে দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচনের ব্যবস্থা করবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত