
কামরুল ইসলাম রতনঃ
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের আগামীকাল ৪ ঠা নভেম্বর শুক্রবার দুই পক্ষের সম্মেলন/প্রস্তুতিমূলক সভা আহবান করায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার প্রদত্ত ক্ষমতা বলে সকাল ছয়টা হতে রাত বারোটা পর্যন্ত সভা ও সমাবেশ নিষিদ্ধ করেছেন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার সূত্রে জানা যায়, আগামীকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার সেলবরষ ইউনিয়ন ও পাইকুরাটি ইউনিয়নের ইউনিয়ন সম্মেলনের তারিখ ধার্য করে আবেদন দাখিল করেন।
অপরদিকে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সম্মেলন সফল করার জন্য ৪ ঠা নভেম্বর শুক্রবার বাদশাগঞ্জ বাজারে এক প্রস্তুতিমূলক সভা আহবান করে।
এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সরে জমিনে পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার জন্য ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ কে চিঠি দেন। চিঠি প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জ দুই পক্ষের সাথে কথা বলেন। দুই পক্ষই একই জায়গায় একই সময়ে সভা / সমাবেশ করার সিদ্ধান্তে অনড় থাকে। ওসি বাদশাগঞ্জ বাজারে সভা ও সমাবেশ বন্ধ করে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি করার জন্য প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদন প্রাপ্ত হয়ে ধর্মপাশার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান আগামীকাল বাদশাগঞ্জ বাজারে সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।