ধান ক্ষেতে সেচ দেওয়া হলো না নুর জামালের, সর্বনাশা বিদ্যুৎ কেড়ে নিলো প্রাণ 

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
প্রতিকী ছবি

কলমাকান্দা থেকে রীনা হায়াৎ:
নেত্রকোণার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরজামাল নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

জানা গেছে , সকালে বৈদ্যুতিক পাম্প দিয়ে বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য যান নুর জামাল। পরে আসাবধানতাবসত বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নুর জামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই নুর জামালের মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।