নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রশিক্ষক হিসেবে একাডেমিক সুপার ভাইজারদের নিয়োগ বাতিলের দাবীতে স্মারক লিপি

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩
ছবি- নেজা

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে জেলা পর্যায়ের প্রশিক্ষক হিসেবে একাডেমিক সুপার ভাইজারদের নিয়োগ বাতিলের দাবীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক বরাবর স্মারক লিপি দেয়া হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে নেত্রকোণা জেলা শিক্ষা অফিসার এর কাছে এই স্মারক তুলে দেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ।

সরকারি মাধ্যমিক শিক্ষক/শিক্ষিকাদের পক্ষে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মনজুরুল হক স্বাক্ষরিত স্মারক লিপিতে তারা বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে আমাদের শিক্ষাবান্ধব সরকারের সাথে আমরাও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি এবং আপনার চৌকস নেতৃত্বে এবং নির্দেশনায় ইতোমধ্যে শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ ও প্রাণান্তকর আন্তরিক প্রচেষ্টায় অনেকখানি সফল হয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল বারবার অযাচিত হস্তক্ষেপ করে আসছে। তার অংশ হিসেবে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের দিনে নতুন কারিকুলামের জেলা পর্যায়ের মাস্টার ট্রেইনারদের তালিকায় বিপুল সংখ্যক অশিক্ষক একাডেমিক সুপারভাইজারদের নিয়োগ প্রদান করে শিক্ষকদের অসম্মান ও অপমান করা হয়েছে, যা আমাদেরকে হতাশ করেছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকদের বাদ দিয়ে অশিক্ষক একাডেমিক সুপারভাইজারদের (প্রকল্প) দিয়ে স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দানের মত অবিবেচনা প্রস‚ত সিদ্ধান্ত আমাদের যারপরনাই হতাশ করেছে।

তারা এসময় আরও বলেন, আমাদের শিক্ষক সমাজ শিক্ষক দিবসে স্বাক্ষরিত এমন একটি নিয়োগ আদেশ দেখে রীতিমতো অপমান বোধ করছেন! সারা বাংলাদেশের শিক্ষকগণ আজ উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়ে এই দাবি জানাচ্ছেন যে, তাঁরা (শিক্ষকগণ) কোনো অশিক্ষকের কাছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করবেন না, আমাদের ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে, অশিক্ষকদের এই প্রশিক্ষণ থেকে নিয়োগ বাতিল করা না হলে হয় আমরা এই প্রশিক্ষণটি সম্প‚র্ণরূপে বর্জন করবো অথবা অশিক্ষক প্রশিক্ষকদের নিকট প্রশিক্ষণ গ্রহণ করবো না; এক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণের এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের নিকটেই আমরা প্রশিক্ষণ গ্রহণ করবো, অশিক্ষককে প্রশিক্ষণ কক্ষে বর্জন করবো।

উল্লেখ্য যে, ২০১৫ সালে তৎকালীন মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন স্বাক্ষরিত একাডেমিক সুপারভাইজারদের কার্য পরিধিতে শিক্ষকদের প্রশিক্ষণ দানের কোনো এখতিয়ার তাদেরকে দেওয়া হয়নি।

এসময় তারা দাবী তুলে বলেন, তাদের আবেদনের বিষয়ে দ্রুত একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সারা বাংলাদেশের শিক্ষক সমাজকে আত্মমর্যাদার সাথে শিক্ষকতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ যেন করে দেয়া হয়। অশিক্ষক প্রশিক্ষকদের নিয়োগ বাতিল করে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অভিজ্ঞ বিষয় শিক্ষকদের জেলা মাস্টার ট্রেইনার হিসেবে নিয়োগ প্রদানের নতুন আদেশ জারি করতেও দাবী জানান শিক্ষক নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল গফুর, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ মাহমুদ হাসান, আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ হামিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক আল মামুন, সদস্য আবু সাদেক, আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রশান্ত সরকার, শহিদুল ইসলাম প্রমূখ।

নেত্রকোণা জলা শিক্ষা অফিসার আব্দুল গফুর বলেন, আমি শিক্ষকদের দাবী সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। পরবর্তী পদক্ষেপের জন্য আমরা মহাপরিচালক বরাবর উক্ত আবেদন অগ্রায়ন করব।