নেজা ডেস্ক রিপোর্ট :
জেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ
মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক সেক্রেটারি এম. মুখলেছুর রহমান খান, জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আলতাবুর রহমান কাশেম, মাই টিভি প্রতিনিধি আনিসুর রহমান, যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার কামাল হুসাইন, মানবজমিন এর প্রতিনিধি কবীর হোসেন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আলপনা বেগম।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, সাংবাদিক ও জনপ্রশাসন সম উদ্যোগে কাজ করলে এলাকার উন্নয়ন সম্ভব। আমি কাজ করতে এসেছি আমাকে সকলে সহযোগিতা করবেন।
উল্লেখ যে, শাহেদ পারভেজ ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন।
পরবর্তী সময়ে তিনি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি উপসচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগের কর্মরত ছিলেন।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ শিক্ষা জীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বেডিং থেকে পলিসির উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। গত ২০ জুলাই নেত্রকোণা জেলা প্রশাসকের হিসেবে যোগদান করেন।