
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ গত ২৫ ডিসেম্বর রবিবার যথাযোগ্য মর্যাদার সাথে বড় দিন পালন করেছে বেথেল ব্যাপ্টিষ্ট চার্চ । চার্চের সম্মানিত পাষ্টার, রেভা: লিটন অধিকারী, পবিত্র বাইবেল থেকে প্রভুর বাণী প্রচার করেন । প্রারম্ভ প্রার্থনা করেন ডরোথী অধিকারী ।
উপস্থাপনায় করেন, মণ্ডলীর সম্পাদক, মিখায়েল মধু ।
কয়ার পরিচালনা করেন, মায়া মধু, সংগে ছিলেন নীলিমা,
শ্যামলী, মীনা ।
বড়দিনের বিশেষ উপাসনায় নিউইয়ার্ক এর বাইরে থেকে,
ক্যালিফোরনিয়া, বোস্টন ও আলবেনি থেকে ভক্তপ্রাণ বিশ্বাসী
অংশ গ্রহন করেন । প্রচণ্ড ঠাণ্ডার জন্য অনেকে আসতে পারেনি । এজন্য তারা দু:খ প্র্কাশ কোরেছেন । ঈশ্বরের অনুগ্রহ ও পবিত্র আত্মার উপস্হিতিতে সবাই আশীর্বাদে পূর্ণ হয়েছেন । আমেরিকা, বাংলাদেশসহ সমগ্র বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন, ডরোথী অধিকারী ও শিল্পী। যারা করোনায় আক্রান্ত, ঘরে ও হাসপাতাল এ আছেন, তাদের সুস্হ্যতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। বিভিন্ন সম্প্রদায়ের লোক, হিন্দু মুসলমান বৌদ্ধ, এই উৎসবে আমন্ত্রিত ছিলেন।
সবার আন্তরিক ভালবাসার মধ্যদিয়ে, বড়দিনের অনুষ্ঠান অতি সুন্দর ভাবে সম্পন্ন হয় ।অনুষ্ঠান শেষে সবার জন্য বিশেষ খাবারের ব্যাবস্থা করা হয় । অনুষ্ঠানটি পরিচালনা করেন, মিখায়েল মধু (সেক্রেটারী ।
এবারের বড়দিনের মূল সুর ছিল ।”মানুষ মানুষের জন্য“ ।
বড়দিন, আনন্দের দিন ।
বড়দিন, মহানন্দের দিন ।
বড়দিন, মহামিলনের দিন ।
বড়দিন, মানুষকে ভালবাসার দিন
বড়দিন,অন্যকে ক্ষমা কোরবার দিন
বড়দিন, নিজেকে নত কোরবার দিন
বড়দিন, নিজেকে নম্র কোরবার দিন
বড়দিন, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন মানব জাতির পুনঃ মিলনের দিন।
বড়দিন, হৃদয় রুপ যাবপাত্রে যীশুকে
গ্রহন কোরে নুতন জীবনে প্রবেশ কোরবার দিন ।
ঘর সাজাতে বড়দিন , মন সাজাতেও বড়দিন ।