
রাজেশ গৌড়ঃ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার পৌর দক্ষিন ভবানীপুর এলাকায় সোমেশ্বরী নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
ঐ এলাকার দুংখু মিয়ার পাঁচ বছরের শিশু ওয়াজিব মিয়া সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় নিখোঁজ হয়।
শনিবার বিকেল ৩ টায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া নামক স্থানে সোমেশ্বরী নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল টানা ৬ ঘন্টা অভিযান চালিয়ে নিঁখোজ শিশুর সন্ধান পায়নি।
এ ব্যাপারে দুর্গাপুর থানার তদন্ত ওসি মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।