
নেজা ডেস্ক রিপোর্টঃ
প্রখ্যাত কথাসাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৪ তম জন্মদিন আজ। লেখকের নিজ জেলা নেত্রকোণায় নানা কর্মসূচীতে পালিত হয়েছে বরেণ্য এই কথাসাহিত্যিকের জন্মদিন।
আজ সকাল ১১টায় হিমু পাঠক আড্ডার আয়োজনে শহরের সাতপাই এলাকায় অবস্থিত হিমু পাঠক আড্ডার কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া মুক্তমঞ্চে এসে শেষ হয়।
পরে জন্মদিনের কেক কাটাসহ শহরের পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।
হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ ও প্রফেসর আফজাল রহমান।