বিশেষ প্রতিনিধিঃ
রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে অঞ্জনা সরকার (৪১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অঞ্জনা সরকার নেত্রকোনা পৌর এলাকার পশ্চিম সাতপাইস্থ জনৈক খিতিষ সরকারের স্ত্রী। এই দম্পতি এক পুত্র সন্তানের জনক-জননী।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গত বৃহস্প্রতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় অঞ্জনা রাতের খাবারের জন্য বাড়ির আঙ্গিনায় মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না শুরু করেন। অসতর্কতার কারনে এক পর্যায়ে পরিধানের শাড়িতে আকস্মিকভাবে অগুন ধরে মূহুর্তের মধ্যে সারা শরীরে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। ততক্ষণে সারা শরীর ঝলসে যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পর প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় মযমনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আবস্থার আরো অবণতি ঘটলে সেখান থেকে ঢাকায় বারডেম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।
তার স্বামী খিতিষ সরকার বলেন, কি থেকে কি হয়ে গেল। আমি কিছুতেই অবুঝ সন্তানকে শান্ত করতে পারছি না, সে বার বার বলে যাচ্ছে মা কোথায় ? আমি মা’র কাছে যাব। আমাকে নিয়ে চল।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত