নেত্রকোণায় অধিকার এখানে, এখনই প্রকল্প বিষয়ক মত বিনিময় সভা

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩

এ কে এম আব্দুল্লাহ্ঃ
নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের নিয়ে ‘অধিকার এখানে, এখনই প্রকল্প’ বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রীম সেন্টারে নারীপক্ষ ঢাকার সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এই মত বিনিময় সভার আয়োজন করে।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন, তাকে সহযোগিতা করেন সহ প্রকল্প ব্যবস্থাপক উজ্জীমান আক্তার ও স্বাবলম্বীর প্রোগ্রাম অফিসার কোহিনুর বেগম।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, লেখক, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান।

মত বিনিময় সভায় নারীকে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অধিকার সম্পন্ন নাগরিক ও মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।