নেত্রকোণায় অবৈধ ইট ভাটা ধ্বংস ও ২লক্ষ টাকা করলো পরিবেশ অধিদপ্তর

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরেকটি অবৈধ ইট ভাটা ধ্বংস করলো পরিবেশ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) জেলার কলমাকান্দা উপজেলার হিরাকান্দা, গুমাইনদীর পাড়ে অবস্থিত পিসিবি ব্রিকসে এই অভিযান চালানো হয়।

এসময় এই ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সাথে অবৈধ ইটভাটাটিকে দুটি ভেকু দিয়ে ভেঙে এবং কলমাকান্দা ফায়ার সার্ভিসের সাহায্যে পানি ছিটিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম মেহেদী হাসান এর নেতৃত্বে অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ।

অভিযানে নেত্রকোণা জেলার পুলিশ সদস্যগণ এবং কলমাকান্দা ফায়ার সার্ভিসের সদস্যগণ সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে বলে জানান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ।